.ভগবান শ্রীকৃষ্ণের গল্প (সংক্ষিপ্ত রূপে.
. ভগবান শ্রীকৃষ্ণের গল্প (সংক্ষিপ্ত রূপে ... . 🌿 ভগবান শ্রীকৃষ্ণের গল্প (সংক্ষিপ্ত রূপে) জন্ম: ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরা নগরে , কারাগারের মধ্যে। তাঁর পিতা ছিলেন বাসুদেব , আর মাতা দেবকী । রাজা কংস , দেবকীর ভাই, ভবিষ্যদ্বাণী শুনেছিল যে দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যু ঘটাবে। তাই সে দেবকী আর বাসুদেবকে বন্দি করে রাখে। অদ্ভুত জন্মরাত্রি: অষ্টম সন্তান জন্ম নিলে, অর্থাৎ কৃষ্ণের জন্মের রাতে, কারাগারের দরজা নিজে থেকেই খুলে যায়, আর যমুনা নদী শান্ত হয়ে যায়। বাসুদেব কৃষ্ণকে কোলে করে গোকুলে নন্দ ও যশোদার ঘরে পৌঁছে দেন। সেখানে কৃষ্ণ বড় হন গোপাল বালক হিসেবে। শৈশব ও অলৌকিক ঘটনা: গোকুলে কৃষ্ণের শৈশব ছিল দুষ্টুমি ও অলৌকিক ঘটনায় ভরা। তিনি পুতনা নামের রাক্ষসীকে বধ করেন। কালীয় নাগ নামের সাপের ফণায় নাচেন। গিরিরাজ গোবর্ধন পর্বত তুলে গ্রামের মানুষদের বৃষ্টি থেকে রক্ষা করেন। তাঁর বাঁশির সুরে গোপিনীরা মোহিত হতেন। কংস বধ: বড় হয়ে কৃষ্ণ মথুরায় ফিরে এসে তাঁর মামা কংসকে বধ করেন , মথুরাকে অন্যায় থেকে মুক্ত করেন। দ্বারকা রাজ্য: পরবর্তীতে কৃষ্ণ দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন...